হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ধমীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও স্বাস্থ্য বিধি মেনে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবার উপজেলার ৪৫ টি মন্ডপে পূজা উদযাপন করা হবে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেরা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস,ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, খন্দকার জালাল উদ্দিন ও মো. কামরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন পোদ্ধার , যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব চেীধুরি, সাংগঠনিক সম্পাদক অঞ্জন চন্দ্র সাহা ও মহিলা বিষয়ক সম্পাদক বীনা রানী দেবী প্রমুখ।