ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন জেলে।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের কাঁঠালিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আফাজ উদ্দিন মেজো ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫) ।
আহত অমূল্য চন্দ্র দাসকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও নেপাল চন্দ্র দাসকে (৬০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে অন্যান্য জেলেদের সাথে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় তারা। হঠাৎ বজ্রপাতে তারা ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং অপর ২ জন আহত হয়।