কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৫নং পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামের এক মুক্তিযোদ্ধার পরিবারকে নানা বিধ ভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
অসহায় মুক্তিযোদ্ধার পরিবারটি বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুরছে। ভুক্তভোগী মিশু আক্তার জনানায় ,আমার শুশুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন । শুশুর ও শাশুড়ির মৃত্যুর পরে আমার স্বামী বাহারাইনে কর্মস্থানের জন্য যায়। আমি একা এক শিশু পুত্র ও কন্য নিয়ে বাড়িতে থাকি। আমার স্বামী ২০১৮ সালে ছুটিতে দেশে আসে এবং আমাদের বসবাসের জন্য একটি পাকা বাড়ী তৈরীর কাজ শুরু করে। এ সময় ৫নং পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার আমার স্বামী মোঃ লিটন ও দেবর ফারুক কে সাবেক ১১ নং পেরুল উত্তর ইউনিয়নের প্যাডে ১৫-০৩-২০১৮ ইং তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়। যদিও রাস্তার কোন ক্ষতি হয়নি তবুও রাস্তার ক্ষতিপুরনের নামে মোটা অংকের চাঁদা দাবী করেন। এ সময় আমার স্বামী ও দেবর টাকা দিতে অপরগতা প্রকাশ করলে ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন আনু ও তার লোকজন সেই খান থেকে আমার পরিবাকে নানা বিধ ভাবে হয়রানী করছে। তারা আমার বাড়ীতে ইতিপূর্বে তিনবার চুরির ঘটনা ঘটিয়েছে। নানা বিধ ভাবে ভয়ভিতি দেখায়। ফলে রাত্রে আমি ঘর থেকে বাইরে বের হতে পারি না। আনোয়র মেম্বার আমার শিশু সন্তানদের বাড়ীর বাইরে যেতে দেয়না মারপিট করে।
এ বিষয়ে আমি লালমাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দীন মোহম্মাদ কে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানাতে বলেন। আমি ৩১-০৮-২০২০ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আনোয়ার মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার লালমাই থানায় অভিযোগ করার পরামর্শ দেয়। ০১-০৯-২০২০ ইং তারিখে স্থানীয় লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ নং ১৯ । ০৮-০৯-২০২০ ইং তারিখে এস আই বেলাল আমাকে থানায় ডাকে এবং আমি যাই। এবং ০৯-০৯-২০২০ ইং তারিখে এস আই বেলাল ঘটনার তদন্তের জন্য আসেন।
এ সময় আনোয়ার মেম্বার ভাই জাকির ও ৫নং পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসারসহ ২০/২৫ জন আমার বাড়ীতে আসে। এবং তদন্ত কর্মকার সামনে আনোয়ার হোসেন মেম্বার ও তার দলবল আমি ও আমার সন্তানদের জীবনে মেরে ফেলার হুমকী দেয়। কিন্ত আজ পর্যন্ত এ বিষয়টির বিচার পাইনি । বরং সংঘ্যবদ্ধ চক্রটি আমার আমার চরিত্ররে উপর কলঙ্গ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে হয়রানী করা চেষ্টা করে। বর্তমানে আনোয়ার মেম্বার আমাকে এসিডে ঝলসে দেওয়ার হুমকী দিয়ে আসছে। আমি পরিবার পরিজন নিয়ে একে বারে অসহায় হিসাবে জীবন যাপন করছি। আমি কোন যাইগায় বিচার না পেয়ে ঢাকা প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করি। বিষয়টি নিয়ে ০৭-১১-২০২০ ইং তারিখে ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের নেতৃত্বে একটি দল আমাদের বাড়ীতে বিষয়টি তদন্তে আসে আমি এ সময় আমার অভিযোগে বিষয়টি খুলে বলি ।
এ সময় পূর্বের ন্যায় আনোয়র হোসেন মেম্বার ও ৫নং পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান দলবল নিয়ে হাজির হয়। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আমার পরিবারের নিরাপত্তা চায়। এ বিষয়টি প্রতিকারের জন্য উদ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকার্ষন করছি।
এ বিষয়ে ৫নং পেরুল উত্তর ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন অনু নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যায়।