সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ১৮কেজি ভারতীয় গাঁজাসহ হাজু কাজি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদাহ র্যাব-৬ এর সদস্যরা।শনিবার রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাজু ওই গ্রামের মৃত-আব্দুল মজিদ কাজির ছেলে।
র্যাব-৬ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার (এএসপি) এইচ এম শফিকুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মাদকের একটি চালান কেনাবেচা চলছে।এমন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হাজু কাজিকে আটক করা হয়।পরে তার দখল থেকে ১৮কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।