- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু।
এসময় মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, আমার বাড়ি আমার খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, মুরাদনগর ডি.আর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।