বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সদরে সদ্য প্রতিষ্ঠিত হওয়া “বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন” এর পক্ষ থেকে মুমূর্ষু রোগীর চিকিৎসা চলমান রাখতে নগদ অর্থ প্রদান করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আবু মিয়াকে সংগঠন এর পক্ষ থেকে দেখতে যান ও নগদ ৫হাজার টাকা অর্থপ্রদান করেন। আগামীতে যেকোনো প্রয়োজনে ‘বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন’ তাদের পাশে থাকবে বলে রোগীর পরিবারকে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শেখ পলাশ সহ মোঃ আশিক, শেখ হৃদয়, মিয়া শাহেদ, মোঃ নিলয়, মোঃ সজিব।
উপস্থিত শেখ পলাশ জানান আমাদের সংগঠনটি প্রবাসী সহ বাঙ্গরার যুবকদের নিয়ে গঠিত। আমরা সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ‘বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন’ কে এগিয়ে নিতে চাই। উপস্থিত মোঃ আশিক জানান, যেকোনো মানবিক বা সামাজিক কাজ হোক সেখানে “বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন’ কে সাথে নিয়ে কাজ করবো। আমাদের প্রবাসীদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সমাজের পাশে কিছুটা হলেও অবদান রাখতে পারবো।