- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সহ¯্রাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ মোট ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সদরের দক্ষিন পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনের সভাপতিত্বে ইফতার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলার যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ইউপি সদস্য আল—আমিন বাদশা, হাফেজ আবুল কালাম প্রমুখ।