ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিন মাতুব্বরের পুত্র শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সহোদরদ্বয়ের বোনের স্বামী (দুলাভাই) মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ির নিকটবর্তী জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মুল হোতা সাজ্জাদ মাতুব্বরকে আটক করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। সংবাদঃ ডিবিসি