নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরন।
বুধবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহামারি করোনার প্রাদুর্ভাবে জন সচেতনতায় বাংলাদেশ সরকার ঘোষিত নো-মাস্ক নো-সার্ভিস বাস্তবায়ন করার লক্ষ্যে কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল কুমিল্লার কান্দিরপার পূবালী চত্বরে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন কর্মসূচি পালন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উক্ত বিনা মূল্যে মাস্ক বিতরন কর্মসূচি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সাইফুল স্বপন, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সিক্দার, সদস্য সচিব মাছুম আলম পলাশ, যুগ্ম সদস্য সচিব মাজেদুল ইসলাম সবুজ, ওমর ফারুক, ইন্জিনিয়ার কামরুল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক বাপ্পি দে, সাংবাদিক নিশাদ দেব, সাংবাদিক মোঃ মহিবুল ভূইয়া বাবুল, সাংবাদিক সুশমিতা ঘোষ ও বন্যা দেব।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সন্তান সংসদ কেন্দ্রীও কমান্ড কাউন্সিল এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার বিথী, উপদেষ্টা সাংবাদিক হাসান আহম্মেদ, সাংবাদিক কাজী আবদুল অদুদ, সাংবাদিক কাজী এহসান আহমদ, সাংবাদিক প্রদিপ দেব, সাংবাদিক নিশাত দেব, সাংবাদিক আব্দুর রহিম, সহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য গনেরা।