বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সাবেক এমপি ডা: ওয়ালী আহমদের স্ত্রী মরহুম ফরিদা আক্তার এর ১০ম মৃত্যু বার্ষিকী আজ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আজ রোববার (২১ ফেব্রুয়ারী) আওয়ামী লীগ নেতা, স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একান্ত সহচর ও সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম ডা: ওয়ালী আহমদের সহধর্মিনী ফরিদা আক্তারের ১০ম মৃত্যু বার্ষিকী।
মরহুম ফরিদা আক্তার ঢাকা উইলস ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো: শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো: ফয়েজ উল্লার মা।
ফরিদা আক্তারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আতœার মাগফেরাত কামনায় মুরাদনগরস্থ কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতির কার্যালয়ে বাদ মাগরিব কোরআনখানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে মরহুমার আতœীয় স্বজন ও শুভানুধ্যায়ীদেরকে উপস্থিত থেকে তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।