দেলোয়ার হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
গত ২৪ জানুয়ারী দৈনিক “আমাদের সময়” পত্রিকায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল আলম ও তার সন্তান মোহাম্মদ হাছানের নামে “শিবির ক্যাডার এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রক” শিরোনামে এমন একটি ভু্ল, অসত্য এবং কাল্পনিক সংবাদ ছাপায় এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক’কে একজন ‘চাদের গাড়ির লাইনম্যান’ হিসেবে উল্লেখ করা তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, এভাবে একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার সন্তান এর বিরুদ্ধে একটি বহুল প্রচারিত পত্রিকায় সংবাদ প্রকাশিত করা নেক্কারজনক একটা জঘন্যতম রাষ্ট্রদ্রোহী অপরাধ। যা একজন যোদ্ধাহত বীরমুক্তি যোদ্ধার জন্য জঘন্য অমার্জিত অসম্মানজনক অমানবিক অনাকাঙ্ক্ষিত একটি কাজ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও মহানগর কমান্ড কাউন্সিল সহ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দরা এবং জেলা উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় তারি সাথে সাথে আমাদের সময় পত্রিকার রিপোর্টার সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বীরপূত্র মোহাম্মদ হাছান জানান, আমি একজন ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান। জাতির পিতা শেখ মজিবুর রহমানের ডাকে একাত্তর সালের মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেন এবং যুদ্ধকালীন আহত হন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল আলম, তোতা গাজীর বাড়ি, হলদিয়া, উত্তরসত্তা, রাউজানের স্থানীয় বাসীন্দা।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল আলমকে ‘চাদের গাড়ির লাইনম্যান’ উল্লেখ করে কবরে শায়িত একাত্তর সালের একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে অপমান, অমর্যাদা ও অসম্মান করা হয়েছে। যা সারা বাংলার সকল বীর মুক্তিযোদ্ধা সহ জাতির জন্য লজ্জাজনক ও কষ্টদায়ক।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল আলম এর ছেলে আরও জানান, সংবাদটি প্রকাশে আমরা পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। অপপ্রয়াসে মনগড়া, কাল্পনিক কাহিনী রচিত করে আমার পারিবারিকে দেশের জনগণের কাছে লাচ্ছিত অপমানজনক অপপ্রচার করা হয়েছে।
এ মিথ্যা সংবাদ প্রকাশে আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক মান মর্যাদা ক্ষুন্ন করার এক ভয়াবহ ষড়যন্ত্র ও অপচেষ্টা চালানো হয়েছে।
বীরপূত্র মোহাম্মদ হাছান আরও জানান, আমি একজন ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান এবং আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়ে বিগত ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় গণ্যমান্য লোকের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। আমার যুদ্ধাহত পিতা বীর মুক্তিযোদ্ধা সনদ নং- মু বি ম সা/চট্টগ্রাম/প্র: ৩/১৮/২০০২/৮৩৪ ।
আমি শৈশব থেকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এবং আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ ও সক্রিয় কর্মী হিসেবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উদাত্ত আহবানে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার বীর মুক্তিযোদ্ধা পিতাসহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করছি ঠিক সেই সময়ে আমার বিরুদ্ধে এমন বিভ্রান্তিমুলক সংবাদে আমি ও আমার পরিবার মর্মাহত।
বিশ্বনেত্রী বাঙালির আশা-আকাংখা ও স্বপ্নের কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন একজন যুদ্ধাহত মরহুম বীর মুক্তিযোদ্ধা ও ছেলে মোহাম্মদ হাছানের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় ‘আমাদের সময়’ পত্রিকা ও সংবাদ দাতার বিরুদ্ধে যথা উপযুক্ত আইনানুগ বেবস্হা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।