আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকারী দেশ হিসেবে আবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরের ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- বিশ্ব শান্তি, নিরাপত্তায় যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছে শান্তিরক্ষী বাহিনী। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।
৮টি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, আনুগত্য ও সাহসিকতায় বিশ্ব শান্তি রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে।