কুমিল্লা-৩ আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেনের বক্তব্য বিকৃত করে অপপ্রচার ও ছাত্রদল সদস্য নেয়ামুল হোসেন নাহিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে হাজী শুক্কুর আলী পরিবারের উদ্যোগে, বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ আলম সরকার।
এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগর আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুঠোফোনে নিজ দলিয় নেতাকর্মীদের উদ্যেশ্য করে বলেন, “আগামীতে আধুনিক মুরাদনগর গড়তে সকল প্রকার বিবেধ ভুলে মুরাদনগরের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। যদি ফ্যাসিস্ট সরকারের কোন দোষর অপরাধের সাথে জড়িত থাকে তাহলে নিজ হাতে আইন তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে”।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাসির।
উপজেলা শ্রমিকদল নেতা গোলাম মোস্তফা ও সশফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদ ব্যপারি, আনিসুর রহমান খান, সাইফুর রহমান বুলবুল, জাহাঙ্গীর সওদাগর, আলমগীর হোসেন মেম্বার, পূর্বধৈর পূর্ব ইউনিয়ন বিএনপির অবিদ হোসেন অবিদ, নৌশেদ মমিন (নশু মমিন), হাজী আলি আক্কাস, ব্যবসায়ী কামরুল হাসান, খুরশেদ আলম ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক শাহপরান রুবেল, সাধারণ সম্পাদক নাঈম মিয়াসহ অন্যান্য নেতা কর্মীরা।