সাজ্জাদ হোসেন শিমুল:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবুর দিক নির্দেশনায় “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগ ও মহানগরের” উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম খানার শিশুদের মাধ্যমে ত্রিশ পাড়া কোরআন খতম ও শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুটি এতম খানায় দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়। এসময় ট্রাফিক পুলিশ বক্সের সকল পুলিশ সদস্যদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
ইফতারের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রায় ২০০ জনের মধ্যে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগ ও মহানগর।
চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব কফিল উদ্দিন কুমিল্লা টাইমস কে জানান, রোজা উপলক্ষে তিন ধাপে প্রায় ৪০০ জনের অধিক অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা, আমরা আমাদের চট্টগ্রাম বিভাগের সদস্যদের আর্থিক সহযোগীতায় এ কার্যক্রম পরিচালনা করছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জনাব আব্বাস উদ্দীন জানান, এই রোজার মধ্যে আমরা আমাদের সামর্থ অনুযায়ী ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগসহ সারা দেশের সকল জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যরা এই কার্যক্রম পরিচানা করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম মহানগরের সসভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ তাজবিসহ আরো অনেকে।