সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা
রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকরোডে সাইক্লিং করার সময় প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না। শুক্রবার (৭ আগস্ট) সকালে লেকরোডে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে রেশমা নাহারের সাইকেলটি জব্দ করেছে পুলিশ।
৬ হাজার মিটারের দু’টি পর্বতে সফল অভিযানের পর বেশ আলোচনায় আসেন রেশমা নাহার রত্না। ৬ হাজার মিটারের দুই পর্বতে সফল অভিযানের বিরল কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশি এ নারী। রেশমা নাহার পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রত্নার অভিযান। এরপর আর থেমে থাকেননি। ওই বছর মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিইনিয়ারিংয়ে যান তিনি। কিন্তু অ্যাডভ্যান্স বেজক্যাম্পে যাওয়ার পর তার পায়ে ফ্র্যাকচার হয়। দেশে ফেরার পর সুস্থ হতে লেগে যায় দীর্ঘদিন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে সফলভাবে পর্বতারোহণের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।