ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা চান্দিনায় ডেনিম প্রসেসিং প্লান্ট নামক পোশাক শ্রমিককে গন ধর্ষণের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক কে মারধর করলো কারাখানার মালিকের লোকজন।
গত বৃহস্পতি বার সকালে চান্দিনার বেলাশহরে এ ঘটনাটি ঘটে। দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আবদুল বাতেন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ জাকির হোসেনকে কারখানার মালিকের লোকজন রাস্তা বেরিকেড দিয়ে জোর পূর্ব উঠিয়ে নিয়ে মারধর করে।
মারধরের সময় তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলথেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্য টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সাল।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আবদুল বাতেন কুমিল্লা টাইমস কে জানান, বৃহস্পতি সকালে আমি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জাকির মটরসাইকেল দিয়ে কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে কারখানার মালিকের চাচাতো ভাই ও সুপারভাইজার লিটন ও তার ভাই আনোয়ারসহ ১০ থেকে ১২ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
হামলার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও চান্দিনার সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কারখানার মালিক আলমগীর হুসেইন বলেন, আমাদের কোন শ্রমিক ধর্ষণের শিকার না হলেও সাংবাদিক রা আমার কারখানার সম্মান নষ্ট করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করেছে। তাই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
সোমবার ৬ জুলাই ঐ কারখানা ছুটির পর রাত ৯ টার ধর্ষণের ঘটনার ঘটলে রাতেই পুলিশ তিন ধর্ষককে আটক করে। ঘটনা স্থান দেবিদ্বার হওয়ায় ধর্ষণের মামলাও দেবিদ্বার থানায় হয়।
চান্দিনা থানার ওসি আবুল ফয়সাল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে কারখানার সিসিটিভি দেখে সাংবাদিক দ্বয়কে মারার সত্যতা পাই। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ৬ জুলাই রাতে কারখানা শ্রমিক গনধর্ষণের ঘটনাটি সত্য বলে জানান। কারখানার মালিক গনধর্ষণের বিযয়টি অস্বীকার করলেও ভুক্তভোগী থানায় মামলা করেছেন।