আলমগীর হোসেনঃ
কুমিল্লা তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রাম ঐতিহ্য সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে জন্ম বার্ষিকী পালন।
১১ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় বাতাকান্দি টু রায়পুর সড়কে আনন্দ র্যালী বের করে উপজেলা আওয়ামী যুবলীগ, র্যালীটি বাতাকান্দি বাজার পদক্ষিন শেষে বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কাটার মাধ্যমে জন্ম বার্ষিকী পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে জনাব, সেলিমা আহমাদ মেরী (এমপি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল যুবলীগ নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানান, আরো বলেন আজকের এই দিনে শেখ ফজলুল হক মনির হাত ধরে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো, সে জন্য মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলের প্রিয় মনি ভাইকে বেহেস্ত নসিব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও তিতাস উপজেলা পরিষদ এর দুইবারের সফল চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, কুমিলা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-নবী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আমির হোসেন, উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল এর নেতৃত্বে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ জামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম সরকার, মোঃ কাউসার আহমেদ মোঃ ডালিম মুন্সী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাবুল ভূইঁয়া, বলরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সুমন, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মজনু মেম্বার, জগৎ পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ-গণ।