অনলাইন ডেস্কঃ
সেভিয়া, লেভারকুসেন, উলভস, বাসেল নিশ্চিত করেছে শেষ আটে খেলা।
ঠিক হয়ে গেছে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। গত রাতে (৬ আগষ্ট) সেভিয়ার সাথে লেভারকুসেন, উলভারহ্যাম্পটন আর বাসেল নিশ্চিত করেছে শেষ আটে খেলা।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে ইউরোপা লিগে ৪টা ম্যাচ থাকলেও নজর ছিল সেভিয়া-রোমা বিগ ক্ল্যাশে। এমএসভি অ্যারেনায় ইতালিয়ান ক্লাবটাকে খুব একটা পাত্তা দেয় নি পাচবার এি ট্রফি জেতা সেভিয়া। এভার বানেগার সাজানো বলে ম্যাচের একুশ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন রেগুলিয়ন।
এরপর রোমা চেষ্টা করেছে ম্যাচে ফেরার। মাঝমাঠের দখল নিজেদের কাছে রেখে তৈরি করেছে আক্রমণ। তবে, কাজের কাজ কিছুই হয় নি। উল্টো ফার্স্ট হাফের শেষ ওকম্পোসের অ্যাসিস্টে এন নেসরির গোলে স্কোরলাইন ২-০ করে সেভিয়া। পরে লিড ধরে রেখে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল খেলা।