আন্তর্জাতিক ডেস্কঃ
নির্বাচনের ঠিক আগমুহুর্তে আবারো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন সাবেক এক মডেল।
সাবেক মডেল অ্যামি ডরিসের অভিযোগ, ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে গিয়ে ট্রাম্পের যৌন হেনস্থার শিকার হন তিনি। তবে বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ডরিস বলেন, ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইউএস ওপেন টুর্নামেন্ট চলার সময় ট্রাম্প ভিআইপি বক্সের বাথরুমের বাইরে তার শরীরে জোর করে হাত দেন ট্রাম্প।
তবে আরো আগেই কেন অভিযোগ করেননি, এ প্রশ্নের উত্তরে ডরিস বলেন, পরিবারের ক্ষতির আশঙ্কায় এতদিন চুপ করে ছিলেন তিনি।
২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময়েও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসসহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন।