অনলাইন ডেস্কঃ
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমিন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন,’যাদের আমরা চিন্হিত করেছি, আমাদের কিছুটা আশা হচ্ছে এই মুজিববর্ষে আরেকজনকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারি। আরেকটি কেস যিনি কানাডায় আছেন, তার বিষয়ে আমরা বেশ অগ্রসর হয়েছি।কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না বলে জানান তিনি।’