শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
শাহরাস্তি পৌরসভা বাদিয়া এলাকায় নিজ বাড়ির ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় শাহরাস্তি থানা পুলিশ এলাকাবাসী থেকে জেনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে বাদিয়া এলাকার একটি ডোবার পানি থেকে ভাসমান রফিকুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ডের বাদিয়া এলাকার ডাক বাংলো বাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম। মৃত রফিকের স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুর সদরের এ্যাম্বুলেন্স চালক ছিলেন। এলাকাবাসী জানায়, রফিকুল ইসলাম সকাল থেকেই ওই ডোবায় থাকা কচুরিপানা পরিস্কার করছিলেন। দুপুর ১২টায় একবার ডোবা থেকে উপরে উঠতে দেখেছেন লোকজন। পুনরায় আবারও তিনি ওই ডোবাতে কাজ করেন। কিন্তু সন্ধ্যায় বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তার মরদেহ ডোবার পানিতে ভাসমান দেখেন। এরপর লোকজন শাহরাস্তি থানায় খবর পাঠায়। রফিকুল ইসলাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুর সদরের এ্যাম্বুলেন্স চালক ছিলেন বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ ইলিয়াছ।
তিনি বলেন, রফিকুল ইসলাম শনিবার (২৯ আগস্ট) ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন। মৃত্যুর সংবাদ পেয়ে আমরা একজন স্টাফ পাঠিয়েছি ঘটনাস্থলে। ওই স্টাফ জানিয়েছে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।