সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মঙ্গলবার রাতে উপজেলা সদর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ বাচ্চু চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃত বাচ্চু চৌধূরী কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের কলেজপাড়ার মৃত আবদুল কাদেরর ছোট ছেলে ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য, মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধূরীর ছোট চাচা।
মোঃ বাচ্চু চৌধুরী করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তার দাফন -কাফন করার জন্য সংক্রমনের ভয়ে কেউ এগিয়ে আসেনি । মুরাদনগরের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মানবিক নির্দেশনায় বুধবার সকাল ৮ টার সময় যুবলীগ নেতা মোঃ রুহুল আমিন, মাওঃ আবুল বাশার, মাহাবুল হক, মোমেন, নাসির, আলাউদ্দিন, বাবু, মাুমুন, ইয়াসিন, মাসুম, সাইফুল সহ ১১জন সদস্যের একটি টিম তার দাফন-কাফন সম্পন্ন করে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রুহুল আমিন জানান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র মানবিক নির্দেশনায় করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকেই কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনের জন্য উপজেলা যুবলীগের পক্ষ থেকে ১১ সদস্যের একটি কমিটির ঘোষণা দেন । তার পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলমের সহযোগীতায় মৃত প্রায় সকল ব্যক্তিদের লাশ দাফন করে আসছি।
মোঃ রুহুল আমিন আরো বলেন-মুরাদনগরে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার গোছল থেকে দাফন পর্যন্ত সব করতে প্রস্তুত আমরা। মৃতদেহ দাফন কিংবা সৎকার এর জন্য আমাদের ১১জন সদস্যের একটি টিম রয়েছে।