সাজ্জাদ হোসেন শিমুলঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা নিন্ম আয়ের মানুষ গুলো যখন খাদ্যের অভাবে দিশেহারা এমন পরিস্থিতিতে – শিক্ষা ঐক্য মুক্তি, এসো মিলি বন্ধন মুক্তির সন্ধানে এই স্লোগান কে সামনে রেখে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরাবাজার থানার পীর কাশিমপুর গ্রামের মুক্তি সংঘের উদ্যোগে পীর কাশিমপুর গ্রামের কর্মহীন অসহায় ও মধ্যবিত্ত ৯৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
শুক্রবার সকালে উপজেলা পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে, প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে মুক্তি সংগঠনের সদস্যরা এই নগদ অর্থ পৌঁছে দিয়ে আসেন। প্রতিটি পরিবারকে খামে করে এক হাজার টাকা করে প্রদান করেন।
মুক্তি সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি পীর কাশিমপুর ইমাম মুয়াজ্জিন, এতিম খানায় উপহার বাবদ নগদ অর্থ প্রদান করেন ও পীর কাশিমপুর জামান পার্ক কে জিবানুমুক্ত করার লক্ষে সরঞ্জামাদি বাবদ বণিক সমিতির সভাপতির হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিফাত হাসান সৈকতের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি সংগঠনের প্রধান উপদেষ্টা পীরজাদা জহিরুল আলম চিশতী। ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ভোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তি সংগঠনের উপদেষ্টা সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
এসময় আরো উপস্থিত ছিলেন পীর কাশিমপুর কল্যাণ ট্রাস্টের সভাপতি ও মুক্তি সংগঠনের সর্বোচ্চ দাতা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল সামাদ, জর্জিয়া আওয়ামীলীগের (ইউ.এস.এ) সভাপতি মোঃ হুমায়ুন কবির কাউছার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল করিম মাখন, আকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিমুল বিল্লাল শিমুল,পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, শ্রীকাইল সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ সাঈদ শাহ, পীর কাশিমপুর বিদ্রোহী ক্লাবের সভাপতি মোঃ শরীফ খান, পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জসীম উদ্দীম জজ, কুমিল্লা উত্তর জেলা তাতী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃশাহ আলম (আলম) মুক্তি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেজামুল ইসলাম হিমেল, সহ-সভাপতি আল-আমিন, মুক্তি সংগঠনের ১নং সদস্য মোঃ রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল আলম রাশেদ এছাড়াও পীর কাশিম গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সামাজিক সংঘঠন পীর কাশিমপুর মুক্তি সংঘের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে মাদক মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, দূর্নীতি মুক্ত, সামাজিক অবক্ষয় মুক্ত পীর কাশিমপুর গড়া।