কুমিল্লা মহানগরীর ১৬ নং ওয়ার্ডের টিক্কাচর সচেতন যুব সমাজের উদ্যোগে সন্ত্রাস ও মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক। খেলার সভাপতিত্ব করেন সমাজসেবক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক সোহরাব হোসেন খান বাবর।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই, সকলের সহযোগিতা প্রয়োজন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গঠন করা যায়।