নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল মুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় রবিবার বেলা ৪ টা থেকে ৫টা পর্যন্ত নগরীর ষ্টেশন রোড থেকে শুরু করে ধর্মপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় ফুটপাত দখল করে রাখা ৭ টি দোকান মালিক কে ২০ হাজার ৬০০টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ও মোঃ মাজহারুল ইসলাম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, দখল মুক্ত করার জন্য পূর্বে সচেতন করা হয়েছিলো। সচেতন না হওয়ায় এখন জরিমানা করা হলো।
কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।