ডেস্ক রিপোর্টঃ
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১৭৭৩ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মেঘনা উপজেলার ২ জন, বরুড়া উপজেলার ১০ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ৯ জন, নাঙ্গলকোট উপজেলার ৫ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৬ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৫৩ জন, মুরাদনগর ৩০১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ১৭৭৩ জন, লাকসাম ৩৭৭ জন, চান্দিনা ২৭৯ জন, তিতাসে ১৪৪ জন, দাউদকান্দি ১৭৮ জন, বরুড়া ২৫৭ জন, বুড়িচং ২৭৯ জন, মনোহরগঞ্জ ১৮৯ জন, ব্রাহ্মণপাড়া ৮৪ জন, নাঙ্গলকোট ৪১৪ জন, হোমনা ২০৮ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৮০ জন, লালমাই ৯৮ জন, চৌদ্দগ্রাম ৫৪১ জন, আদর্শ সদর ১৯৯ জন, মেঘনা ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৬০৯২ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৮ হাজার ৫৭১ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২৭ হাজার ৪২৮ জনের। এর মধ্যে ৬০৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৪ জন এবং সুস্থ হয়েছে ৪৬৬০ জন