ডেস্ক রিপোর্টঃ
আজ শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১৯৭২ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৫ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন,বরুড়া উপজেলার ৭ জন, নাঙ্গলকোট উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ৪ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, মেঘনা উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ২ জন, চান্দিনা উপজেলার ৪ জন, হোমনা উপজেলার ৫ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন, ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১৪ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৭২ জন, মুরাদনগর ৩০৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯৭২ জন, লাকসাম ৪০০ জন, চান্দিনা ২৯৭ জন, তিতাসে ১৪৭ জন, দাউদকান্দি ১৮৪ জন, বরুড়া ২৯৬ জন, বুড়িচং ৩০২ জন, মনোহরগঞ্জ ১৯৮ জন, ব্রাহ্মণপাড়া ৮৯ জন, নাঙ্গলকোট ৪৩৪ জন, হোমনা ২২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৯৪ জন, লালমাই ১০৪ জন, চৌদ্দগ্রাম ৫৭২ জন, আদর্শ সদর ২০৪ জন, মেঘনা ৫৯ জন,কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৬৫৪০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩০ হাজার ১৭৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৫১৬ জনের। এর মধ্যে ৬৫৪০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬৩ জন এবং সুস্থ হয়েছে ৪৯৬২