স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি করপোরেশন পুরাতন চৌধুরী পাড়া এলাকার সর্দার বাড়িতে নকল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমান নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর উপাদান উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানাটি সিলগালা করে মালিক আবু সুফিয়ানকে ১০ হাজার টাকা জরিমানা করে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আজ ২৪ আগষ্ট দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, নকল পণ্য উৎপাদন ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে কারখানার মালিককে জরিমানা করে কারাদন্ড প্রদান করা হয়েছে । একই সাথে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়। কারখানা মালিক সুফিয়ান তার কারখানায় পাঁচটি দেশী ও বিদেশী ব্র্যান্ডের ২৫ টি মানহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলে ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান।