ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১৯৫৭ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১০ জন, মনোহরগঞ্জ উপজেলার ৩ জন, বরুড়া উপজেলার ৩ জন, নাঙ্গলকোট উপজেলার ৬, লালমাই উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১৪ জন। কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৭০ জন, মুরাদনগর ৩০৯ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯৫৭ জন, লাকসাম ৩৯৬ জন, চান্দিনা ২৯৩ জন, তিতাসে ১৪৭ জন, দাউদকান্দি ১৮৩ জন, বরুড়া ২৮৯ জন, বুড়িচং ৩০১ জন, মনোহরগঞ্জ ১৯৭ জন, ব্রাহ্মণপাড়া ৮৮ জন, নাঙ্গলকোট ৪৩৩ জন, হোমনা ২২২ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৯৪ জন,লালমাই ১০৪ জন, চৌদ্দগ্রাম ৫৬৭ জন, আদর্শ সদর ২০৪ জন, মেঘনা ৫৯ জন,কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৬৪৯২ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৯৫২ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ২৩৮ জনের। এর মধ্যে ৬৪৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬২ জন এবং সুস্থ হয়েছে ৪৯১৮