ডেস্ক রিপোর্টঃ
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ২২০৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ১ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৩০ জন। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৯২ জন, মুরাদনগর ৩২৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২২০৭ জন, লাকসাম ৪২৪ জন, চান্দিনা ৩০৮ জন, তিতাসে ১৫২ জন, দাউদকান্দি ১৮৭ জন, বরুড়া ৩২৪ জন, বুড়িচং ৩২৬ জন, মনোহরগঞ্জ ২০৬ জন, ব্রাহ্মণপাড়া ৯৪ জন, নাঙ্গলকোট ৪৫০ জন, হোমনা ২৪১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৯৯ জন, লালমাই ১১৪ জন, চৌদ্দগ্রাম ৫৯৩ জন, আদর্শ সদর ২১৯ জন, মেঘনা ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৭০০৮ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৩ হাজার ৩৮৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ৩২ হাজার ৪৪৩ জনের। এর মধ্যে ৭০০৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৮৭ জন এবং সুস্থ হয়েছে ৫৫২২ জন।