ডেস্ক রিপোর্টঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১০৭৬ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার ৩ জন, লালমাই উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ৮ জন, মুরাদনগর উপজেলার ২ জন, বুড়িচং উপজেলার ১ জন, হোমনা উপজেলার ৭ জন, দেবিদ্বার উপজেলার ৮ জন, তিতাস উপজেলার ২ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৯ জন, বরুড়া উপজেলার ৪ জন, নাঙ্গলকোট উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ জন।
উপজেলা আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১০৭৬ জন, লাকসাম ২৫০ জন, চান্দিনা ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দি ১৫৭ জন, বরুড়া ১৪৩ জন, বুড়িচং ১৮৮ জন, মনোহরগঞ্জ ১১৭ জন, ব্রাহ্মণপাড়া ৫৯ জন, নাঙ্গলকোট ২২৩ জন, হোমনা ১৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৩১ জন, লালমাই ৬৬ জন, চৌদ্দগ্রাম ৩৬৪ জন, আদর্শ সদর ১৫২ জন, মেঘনা ৩৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৪০৮৬ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৬৮৮ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ০৬৩ জনের। এর মধ্যে ৪০৮৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১১১ জন এবং সুস্থ হয়েছে ১৯৩৮ জন।