তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে ফাতেমা(৭) ও মনিজা(৬) নামে দুই বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিন পাশে গোমতী নদীতে দাদীর সাথে গোসল করতে গেলে এঘনা ঘটে।
নিখোঁজরা ওই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা এবং মহসিন মিয়ার মেয়ে মনিজা আপন চাচাতো বোন।
স্বজনদের বরাত দিয়ে প্রতিবেশী রাসেল মিয়া জানান, দুপুরে দাদীর সাথে গোমতী নদীতে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। দাদী মনে করেছে তারা ডুব দিয়ে খেলছে। দীর্ঘ সময় হয়ে গেলেও তারা ভেসে না উঠায় বাড়ীতে থাকা লোকজনকে খবর দিলে নদীতে নেমে খোজাখুঁজি করে তাদেরকে পাওয়া যায়নি। এরপর আমি নিজে ৯৯৯ ফোন দিলে প্রায় তিন ঘন্টা পর চাঁদপুর থেকে ডুবুরী দল এসে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের কোন খোঁজ পায়নি। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম ।