চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা থানায় নতুন অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নূরুল ইসলাম এর আদেশে মঙ্গলবার (১৮ আগস্ট) চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর দায়িত্ব নেন। এর আগে তিনি চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহল্লাশেখ চৌধুরী পাড়া এলাকার কামাল উদ্দীন এর ছেলে। তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
তিনি ২০১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভের পর জেলার মনোহরগঞ্জ থানা, ব্রাহ্মণপাড়া থানা ও সর্বশেষ চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে চাকুরী করেন। অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে এই প্রথম দায়িত্ব পান। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- আমি ডিআইজি ও এসপি স্যারের নির্দেশে ওসি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।