- স্টাফ রিপোর্টার, সদর দক্ষিণ (কুমিল্লা):
কুমিল্লার সদর দক্ষিনে দিনে দুপুরে মটরবাইক চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ জুন) বেলা ১২টায় সদর দক্ষিন উপজেলার মোস্তফাপুর এর সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এ চুরির ঘটনা ঘটে।
জানাযায়, মটরবাইকের মালিক ইকবাল হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রোফেশনাল সার্ভিস অফিসার হয়ায় ঘটনার দিন তার কাজে উপজেলার মোস্তফাপুর এর সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এলাকায় যান।
এসময় তিনি হাসপাতাল সংলগ্ন মসজিদের গলিতে মটরবাইকটি পার্ক করে চলে যায়। কাজ শেষে এসে তিনি দেখে বাইকটি আর সে জায়গায় নেই।
তার ব্যবহৃত মটরবাইকটি “হোন্ডা সাইন” (১২৫ সিসি) বাইকটির রেজি নং: ঢাকা-মেট্র-হ ৬৭-০১৯২ যার চেসিস নং: PSOJC7290LH123576 এবং ইঞ্জিন নং: JC72E61023274 ।
ঘটনার পর অনেক চেষ্টার পর মটরবাইকটি খুঁজে না পেয়ে সদর দক্ষিন মডেল থানা পুলিশকে অবগত করা হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয়।