ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার ও লিজা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার।
চেয়ারম্যান ইকবাল বাহার জানান, ঘরের চালে আম গাছ পড়ে নিজাম উদ্দিনের পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় এখনো ঘটনাস্থলে যেতে পারিনি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।
সংবাদ: বাংলানিউজ২৪.কম