- নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি ও খাবারে রং মেশানোর অভিযোগে কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
সোমবার ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে অভিযান চালিয়ে ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, খাবারের রং মেশানো, মাছে অপদ্রব্য মেশানোর অভিযোগে ৫ প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়। অভিযানে এ সময় অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।