রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের জন্মদিন উপলক্ষে গরীব দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তর উদ্যোগে মূল ফটক সংলগ্ন এতিমখানা মাদ্রাসায় দেয়া অনুষ্ঠান এবং খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মিঠুন আহমেদ, হল শাখা ছাত্রলীগের কর্মী সালমান চৌধুরী, সোহাগ আহমেদ, আহমেদ সিফাত, রেজওয়ান আহমেদ, মাহদী হাসানসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এ বিষয়ে রাফিউল আলম দীপ্ত বলেন, “জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। কিন্তু মানুষের জীবন সুখী এবং সমৃদ্ধ করার জন্য দান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাখা ছাত্রলীগের সভাপতি যেন জীবন সুখী সমৃদ্ধ হোক এটাই আমাদের কামনা থাকবে।”