সুকুতি ভট্টাচার্য্য
একাকী পালঙ্কে বসে হয়তো তুমি আমার কথায় ভাবছো,
মেঘলা আকাশ ডেকে বলে তুমি কি লুকোচুরি খেলছো ?
স্বপ্নের জোনাকিরা উড়ে উড়ে আলো জ্বেলে ক্লান্ত,
আকাশের নীল বনের শ্যামল ছায়া ডেকে ডেকে শ্রান্ত।
আঁধারের নিঃসঙ্গতার হাত ধরে বহুদূর হেঁটে চলেছি,
প্রতিদিনের বিবর্ণ হাহাকার করুন কাতরে ভুগেছি।
কি নামে ডাকবো তোমায় ভেবে ভেবে আমি হয়রান,
সহস্র স্মৃতির কাঁটায় রাত জাগা পাখির করি জয়গান।
প্রফুল্লচিত্তে আছো তো ভালো নাকি আছো দুঃখে?
গভীর রাতে জোনাকিরা আলো দেয় তোমায় রাখতে সুখে।
ভেবে কোন কাজ নেই রজনী পোহাতে অনেক বাকী,
যেমন আছো তেমনি থাকো যামিনী দিও না ফাঁকি।