বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার পক্ষ থেকে তৃতীয় ধাপে মুরাদনগরের শ্রীকাইলে যানবাহনের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শ্রীকাইল বাজারের পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
সাংসদ কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন’র সার্বিক তত্বাবধানে ইফতার মুরাদনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ কার্যক্রম চলছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, সাবেক সহ-সভাপতি শরীফ হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা রায়হান, সৌরভ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু,
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম,
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন, সদস্য ইয়াসির আরাফাত, সাবেক সদস্য এম,কে,আই জাবেদ, ছাত্রদল নেতা নাছির উদ্দীন খান, শামসুদ্দিন, রাসেল আহাম্মেদ, সাদেক, সাইফুল, শাহাবুদ্দিন, ইকরাম,আব্দুর রহমান সোহেল শ্রীকাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জুয়েল সরকার।
কাজী শাহ আরেফিন বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো ইফতার করতে পারে না, আবার কিছু দরিদ্র মানুষ ইফতার কেনার সামর্থ্য নেই। তাদের জন্য কায়কোবাদ দাদার পক্ষ থেকে মুরাদনগরের বিভিন্ন এলাকায় আমাদের ইফতার বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপ চলছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমার থাকবে ইনশাআল্লাহ।