কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে নুর আলমের দ্বিতীয় কন্যা নূরাইয়া খাতুন(৩) মাতার নাম কল্পনা বেগম নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়,মঙ্গলবার(৪ই আগস্ট) দুপুর ১ টার সময় সবার অজান্তে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়।অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এব্যাপারে চৌকিদার কোবাদ আলী সত্যতা স্বীকার করে বলেন, আমার নাতনি হয় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যু খুবই দুঃখ জনক ঘটনা।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে।