কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার কোভিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ ১০ আগষ্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার একজন, চৌদ্দগ্রাম উপজেলার একজন, লালমাই উপজেলার একজন, লাকসাম উপজেলার ২ জন মারা গেছেন,
বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন।
কোভিড–১৯ রোগী ৪৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যই বেশি।