ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আজ ২৮ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। তাঁরা কোভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। হাসপাতালের পরিচালক চিকিত্সক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৫৪ দিনে মারা গেছেন ২৬৯ জন। দৈনিক গড়ে মারা গেছেন পাঁচজনের মতো লোক। গত ৩ জুন হাসপাতালটি চালু হয়। ৪ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়ার তথ্য প্রকাশ করে আসছে। ২৭ জুলাই ছাড়া প্রতিদিনই এই হাসপাতালে কেউ না কেউ মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বরুড়া উপজেলার এক জন মারা গেছেন, বুড়িচং উপজেলার, এক জন মারা গেছেন দাউদকান্দি উপজেলার এক জন মারা গেছেন। মোট মারা গেছেন ৩ জন।
সূত্র আরও জানায়, বর্তমানে এ হাসপাতালে রোগী ভর্তি আছেন ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬৮ জন ও ২০