
সাজ্জাদ হোসেন শিমুল:
বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ মুজ্জাকের আহমেদুল ইসমামকে গণপ্রজাতন্ত্রী ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলার জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেছেন দেশটির প্রেসিডেন্ট জনাব জোরান মিলানোভিচ। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার তাঁকে এক্সেকুয়াতুর (Exequatur) প্রদান করেছে, যা তাঁর নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
কাজী ইসমাম TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কেএম মুজিবুল হক এর বড় সন্তান।
নিজের অনুভূতি প্রকাশ করে কাজী ইসমাম বলেন, “এই নিয়োগ আমার জন্য যেমন এক বিরাট গৌরব, তেমনি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”
দক্ষিণ-পূর্ব ইউরোপের সুন্দর দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। প্রায় ৩.৮ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মনোরম সমুদ্রতট এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য বিশ্বখ্যাত। ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে, ২০০৯ সালে ন্যাটোতে যোগ দেয় এবং ২০২৩ সালে শেনজেন জোন ও ইউরোজোনের অন্তর্ভুক্ত হয়।
পর্যটন শিল্প ছাড়াও তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করেছে দেশটি। ১৯৯১ সালে প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পর ক্রোয়েশিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
কাজী ইসমামের এই নিয়োগ বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।