মাহবু্ব হোসেন মেজর, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিন্যাস্ত বাসুদেবপুর ক্যাম্পের বিশেষ পার্টির কমান্ডার নায়েক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বোয়ালদাড়(বানিয়াল) গ্রামের পাকা রাস্তায় সকাল ৯ টায় এক সাঁড়াশী অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল ২ টি হোন্ডা সহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, কালন্দপুর গ্রামের নুরনবী(৩০) পিতা. রহমত আলী, হাতীশাও মোল্লাবাজারের বাসিন্দা আহসান হাবীব (৩৬) পিতা. সাদেক আলী মোল্লা ও
আনিসুর রহমান (৩২) পিতা.আঃ কাদের
গ্রাম. কলন্দপুর তারা সকলেই হাকিমপুর উপজেলার (বাংলাহিলি) জেলা – দিনাজপুরের
তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে হাকিমপুর থানায় পুলিশের নিকট সোর্পদ করেন ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।