অনলাইন ডেস্কঃ
গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ড হিসেবে ২৫টি বড় অপরাধের তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা প্রধানের সম্মতিক্রমে ফৌজদারি আইনে গ্রেফতারের প্রয়োজনীয়তা সম্পন্ন অপরাধগুলোর বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ বিন আবদুল্লাহ আল মুয়া’জাব। শুক্রবার স্থানীয় ওকাজ পত্রিকা এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ, ইচ্ছাকৃত বা আংশিক ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ বা তিন বছরেরও বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ।
নতুন ঘোষণা অনুসারে জনগণ, সংস্থা বা প্রাতিষ্ঠানিক তহবিলের অর্থ আত্মসাৎ, ২০ হাজার রিয়ালের বেশি আর্থিক জালিয়াতি এবং ইচ্ছাকৃত হামলাও গ্রেফতারযোগ্য অপরাধ।
পিতামাতার ওপর আক্রমণ, হত্যার অভিপ্রায়ে অনুপ্রবেশ, অশালীন লাঞ্ছনা, চুরি, দলবদ্ধ অপরাধ, গাড়ি চুরি এবং পতিতাবৃত্তি সম্পর্কিত ক্রিয়াকলাপে গ্রেফতারের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের প্রয়োজন হয় এমন অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে মাদক বিক্রি, উৎপাদন, চোরাচালান বা কাছে রাখা। সড়ক দুর্ঘটনায় চালক মাদক, মাদকজাত দ্রব্য বা মানসিক উত্তেজক বস্তুর প্রভাবে থাকলে সেটিও গ্রেফতারযোগ্য অপরাধ।
এছাড়া, নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলা বা তার সরকারি যানবাহন বা সরঞ্জামাদির ক্ষতি করা, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক জালিয়াতিও সৌদিতে গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সূত্র: আরব নিউজ