- ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুলে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক মাসুদ ও সুমনের মা আয়শা বেগম। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের কৃতি সন্তান, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মাসুদ ও কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম সুমন এর আম্মা আয়শা বেগম (৬৫) কুমিল্লা মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত (২৩ জুলাই) রোববার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিইন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুনায়েদ সিকদার তপু, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, সিনিয়র সহ সভাপতি মো: বাবর হোসেন, সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, দপ্তর সম্পাদক গাজী রুবেল, নির্বাহী সদস্য ফয়সাল মবিন পলাশ, নির্বাহী সদস্য মাসুদ রানা, ফেরদৌস মাহমুদ মিঠু, দৈনিক যুগান্তরের লালমাই প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম মজুমদার, মোঃ শাহীন আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলার সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ সভাপতি সৌরভ মাহমুদ হারুন, সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ সাফি,শাহ এমরান,শাকিল,বুড়িচং কৃষক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, মোঃ কবির হোসেন মাস্টার, মোঃ আল আমিন, মোঃ জামাল হোসেন মাস্টারসহ এলাকার বিশিষ্ট লোকজন জানাজায় উপস্থিত ছিলেন।
দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।