স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার অধিনে ১১ তম এজেন্ট ব্যাংকিং শাখা হিসেবে মেসার্স রিদওয়ান ফ্যাশন স্বত্ত্বাধিকার হলেন হাসান জামিল খান।
ইসলামী ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানীগঞ্জ শাখা প্রধান যোবায়ের বিন-আহম্মাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন: শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, শ্রীকাইল ইউপি চেয়ায়ম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক চেয়ায়ম্যান মুহাম্মদ বশীর আহম্মদ, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, সহকারি অধ্যাপক দেওয়ান নকিবুল হুদ, শিক্ষানুরাগী আলমগীর সরকার, আব্দুল মতিন খান, হাবিবুর রহমান বিদ্যুৎ, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, এজেন্ট শাখার স্বত্ত্বাধিকার হাসান জামিল খান প্রমূখ।
ইসলামী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার অফিসার সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: শ্রীকাইল কলেজের সহকারি অধ্যাপক শাহ মোঃ ওয়ালী উল্লাহ, গভর্নিং বডির সাবেক সদস্য সহিদুল ইসলাম বাবু, তানভীর রেজা রিংকু, হাবিবুর রহমান, সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন, রাশেদুজ্জামান, তারিকুল ইসলাম, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস, এজেন্ট শাখার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।