সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী ৩৬টি পশুর হাটের ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে দরপত্র আহব্বান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ টি উপজেলার বিভিন্ন স্থানে ৩৬ টি অস্থায়ী হাটের তালিকা, সরকারি সর্বনিম্ন ইজারার মূল্য, অফেরতযোগ্য সিডিউল ফি এবং দরপত্র সংগ্রহ ও জমাদানের সময় সূচী উল্লেখ করেছেন। ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত উল্লেখিত শর্তসাপেক্ষে দরপত্র সংগ্রহ ও জমাদান করা যাবে। দুই ধাপে ২৬ ও ২৮ জুলাই ইজারাদারদের দরপত্র বাছাই শেষে চুড়ান্ত ভাবে ঘোষণা করার কথা বলা হয়েছে।
এ বছর অস্থায়ী ইজারাকৃত হাট সমূহ হচ্ছে:
বাঙ্গরা পূর্ব ইউনিয়নে বাঙ্গরা হাই স্কুল মাঠ, শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল বাজার, আবুবপুর ইউনিয়নের মেটংঘর, আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ সামছুল হক কলেজ মাঠ, পূর্বধইর পূর্ব ইউনিয়নের হিরাপুর মোড় সংলগ্ন, কোরবানপুর হাই স্কুল মাঠ, জায়নগর গ্রামে সংচাইল বাজার সংলগ্ন, দৌলতপুর সেগুন বাগিচা মার্কেট, বিষ্ণপুর হাই স্কুল মাঠ, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে দিঘীরপার বাজার, কাগাতুয়া সৈয়দ সাহেব আলী মাদ্রাসা মাঠ, ধনপতিখোলা বাজার, চাপিতলা ইউনিয়নে চাপিতলা অজিফা খাতুন হাই স্কুল মাঠ, কামাল্লা ইউনিয়নে কামাল্লা মাদ্রাসা মাঠ, নোয়াগাও বাজার, যাত্রাপুর গ্রামের মসজীদ সংলগ্ন মাঠ, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাচারীকান্দি (মৌলভী বাজার), পাঁচকিত্তা বাজার হাই স্কুল মাঠ, রামচন্দ্রপুর কাচারী বাড়ী সংলগ্ন মাঠ, মুরাদনগর সদরে মুজাফফ্র উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ, ধনীরামপুর বাজার, ডুমুরিয়া বাজার, ইউসুফনগর হাফিজিয়া মাদ্রাসা মাঠ, সোনারামপুর নিউ মার্কেট, ধামঘরের কৃষ্ণপুর বাজার, নহল চৌহমুনি বাজার, বাখরাবাদ সমবায় মার্কেট সংলগ্ন, দক্ষিণ শুশুন্ডা নতুন বাজার, ছালিয়াকান্দি বাজার, নেয়ামতকান্দি বাজার, দারোরা দিনেশ চন্দ্র হাই স্কুল মাঠ, কাজিয়াতল বাজার, পাহারপুরের পাঁচপুকুরিয়া বাজার, বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি বাজার, মগ দিঘীরপাড় সংলগ্ন এবং নরসিংহপুর মার্কেট সংলগ্ন মাঠে এবারের ঈদের কুরবানীর অস্থায়ী পশুর হাট বসবে।
এছারাও এ উপজেলায় নিয়মীত আরো ১০/১৫ টি নিয়মীত সাপ্তাহিক ঐতিহ্যবাহী পশুর হাট বসে। এসব প্রসিদ্ধ হাটগুলোতে বিপুল সংখ্যক কুরবানীর পশু ক্রয়-বিক্রয় হয়। এবারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধাণ করে হাটে যাওয়া নিশ্চিত করতে বাজার কমিটির প্রতি আহব্বান করেছেন।