সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে ২০ কেজি গাঁজা ও একটি সি.এন.জি সহ সুজন মিয়া (১৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মানিকের চায়ের দোকান এলাকায় মুরাদনগর—হোমনা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত সুজন মিয়া জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জা মোঃ সাদেকুর রহমান বলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান স্যারের নেতৃত্বে আমিসহ এস.আই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এ.এস.আই মোঃ নুর আজম, এ.এস.আই মোঃ হুমায়ুন কবির ও এ.এস.আই মোতালেবসহ সঙ্গীয় ফোসের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সদরের মানিকের চায়ের দোকানের সামনে মুরাদনগর—হোমনা সড়কের উপর অভিযান পরিচালনা করি। এসময় মুরাদনগর থেকে পার্শবর্তী উপজেলা হোমনা গামী একটি সি.এন.জি তল্লাশী করে ২টি স্কুল ব্যাগে ১৬ কেজি ও একটি শপিং ব্যাগে ৪ কেজিসহ মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে ওই মাদক ব্যবসায়ী সুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।