“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কিন্ডার গার্টেন মাঠে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকোশলী মনসুর আলম, উপজেলা ডেভেলপমেন্টপল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, ফ্যাসিলেটেটর জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, বিএডিসি উপ-সহকারি প্রকোশলী কাউছার আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারগণ ।
অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা স্কুলের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।